ফিরিয়ে আনুন ডিলিট হয়ে যাওয়া ডাটা
অনেক সময় আমাদের পিসি, মেমরী কিংবা পেনড্রাইভ থেকে অনেক মূল্যবান ডাটা হারিয়ে যায়। অথবা আমরা ভূলে ডিলিট করে ফেলি। দেখা যায় যে, আমাদের সেই ডাটার আবার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু অনেকেই ডিলিট হয়ে যাওয়া সেই সমস্ত ডাটা ফিরে পান না।
যা করতে হবেঃ প্রথমেই আপনাকে একটি সফ্টওয়ার ডাউন লোড করতে হবে। আর ডাউনলোড করুণ এখান থেকে
Download ডাউনলোড করা শেষ হলে সেটি আপনার পিসিতে ইন্সটল করুল। ইন্সটল করা হয়ে গেলে আপনার পিসির ডেক্সটপে একটি আইকন পাবেন। সেই আইকনে ডাবল ক্লিক করে সফ্টওয়ারটি চালু করুন। এবার Delete File Recovery তে ক্লিক করলেই আপনার পিসির ড্রাইভগুলো আসবে। আপনার যে ড্রাইভ থেকে ডাটা ডিলিট হয়েছে সে ড্রাইভ সিলেক্ট করে NEXT বাটনে ক্লিক করুণ। আপনার ডিলিট হওয়া ডাটাগুলো দেখাবে সেখান থেকে যে গুলো Recover করতে চান সে গুলোর বাম পাশে ক্লিক কের টিক মার্ক করে NEXT বাটনে ক্লিক করুণ। এবার আপনার ডিলিট হয়ে যাওয়া ডাটাগুলো যে ড্রাইভে বা যে ফোল্ডারে সেভ করতে চান সে ড্রাইভ বা ফোল্ডার সিলেক্ট করুন এবার NEXT বাটনে ক্লিক করুন। এবার আপনি যে ড্রাইভ বা ফোল্ডার সিলেক্ট করেছেন সে ড্রাইভে বা ফোল্ডারে গিয়ে দেখুন আপনার হারিয়ে যাওয়া ডাটাগুলো ফিরে এসেছে...........