রাসূল (সা,) এর 200 সোনালী উপদেশ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
সংক্ষিপ্ত বর্ণনাঃ আল্লাহ সুবহানুহু ওয়া তাআলা ইসলামকে
দ্বীন হিসেবে মনোনীত করে দিয়ে আমাদের প্রতি সন্তুষ্ট।
ইসলামের জন্য তিনি দু’টি মূল উৎস নর্ণয় করে দিয়েছেনঃ
(১) আল্লাহর কিতাব (২) তাঁর নাবী (সা) এর সুন্নাহ।
মূলত নাবীর সুন্নাহ এসেছে কুরআন মাজীদের পরিপূরক ও স্পষ্টকারী হিসেবে। সুতরাং রাসূল (সা) এর হাদীসসমূহ সাধারণ বাণী নয়। বরং তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলারই ওয়াহীর অন্তর্ভুক্ত। “তোমরা আমার নিকট থেকে একটি
আয়াত জানলেও তা প্রচার কর” (৫:২৬৬৯ তিরমিযী হাদিস সহীহ)
এই হাদীস দ্বারা উদ্বুদ্ধ হয়ে বইটির হাদীসগুলো সংকলন
করা শুরু করা হয় এবং নামকরণ করা হয় “রাসূল(সা) এর দুইশত সোনালী উপদেশ।” হাদীস চয়নের
ক্ষেত্রে জানা ও মানার সুবিদার্থে ছোট ছোট হাদীসগূলো বিবেচিত
হয়েছে। হাদীস সাজানোর
ক্ষেত্রে বিশেষ কোনো নীতি অবলম্বন করা হয়নি যেন পাঠকগণ নাবী (সা) এর পবিত্র
হাদীসের বাগানে নিজের ইচ্ছেমত এর ফল আহরণ ও এসব ফুলের সুঘ্রাণ গ্রহণ করতে
পারেন। এতে পাওয়া যাবে
শারীয়ার বিধান, কখনও আবার ইসলামের আদব শিষ্টাচার এবং কখনও পাওয়া যাবে নাবী (সা)
এর মূল্যবান ওয়াসিয়াত-নাসীহাত।
উৎসঃ কোরানের আলো