Increase of net speed without change of parts ( যন্ত্রাংশ বদল না করে নেটের গতি বাড়ান )


যন্ত্রাংশ বদল না করেও ইন্টারনেটের গতি বাড়ানো যায়। এ জন্য কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে।
  • প্রথমে যে সংযোগটি ব্যবহার করেন, সেটি দিয়ে ইন্টারনেটে যুক্ত হোন। এবার সংযোগটি বিচ্ছিন্ন ( Disconnect ) করে দিয়ে মডেম লাগানো অবস্তায় কম্পিউটারের Run এ গিয়ে লিখুন compmgmt.msc    এবং এন্টার করুন। এ ছাড়া My Computer- এ ডান ক্লিক করে Manage অপশনটি ক্লিক করতে পারেন কম্পিউটার Management  চালু হবে। এবার বাঁয়ে থাকা Device Manager ক্লিক করলে ডানে আপনি আপনার
    কম্পিউটারের  যন্ত্রাংশগুলোর তালিকা দেখতে পারবেন। এখান থেকে Ports (Com & Lpt) আইকনের বাঁ দিকের (+) চিহেৃ ক্লিক করুন। আপনার কম্পিউটারে যুক্ত সব যন্ত্রাংশের কমিউনিকেশন পোর্টে দেখতে পাবেন। এখান থেকে Communications Port-এ দুই ক্লিক করুন। প্রোপার্টিজ খুলবে। এখান থেকে Port Settings- এ গিয়ে Bit per Second -এ ক্লিক করে সর্বোচ্চ মান (১২৮০০০) নির্বাচন করুন। Data Bits সর্বোচ্চ (৮) এবং Advance অপশনে গিয়ে রিসিভ এবং ট্রন্সফার বাফার High দেওয়া আছে কি না, দেখুন।
  • একইভাবে Communications Ports - এর নিচে থাকা আপনার মডেমটি যদি দেখায়, তবে সেটির ক্ষেত্রেও Port Settings ট্যাবটিতে গিয়ে Bit per Second - এ ক্লিক করে সর্বোচ্চ মান (১২৮০০০) দিন। Data Bits সর্বোচ্চ (৮) এবং Advance অপশনে গিয়ে রিসিভ এবং ট্রান্সফার বাফার High দেওয়া আছে কি না দেখুন।
  • Run > Compmgmt.msc> Computer Management খুলে Modems অপশনটিতে দুই ক্লিক করে Properties-এ যান। Port Settings ট্যাবটিতে গিয়ে Bit per Second - এ ক্লিক করে সর্বোচ্চ মান (১২৮০০০) নির্বাচন করুন।
  • প্রতিবার ইন্টারনেটে যুক্ত হওয়ার আগে কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক কানেকশনে গিয়ে আপনার কানেকশনটিতে দুই ক্লিক করুন এবং Maximum Speed সর্বোচ্চ রয়েছে কি না দেখুন। না থাকলে সর্বোচ্চ মান (৯২১৬০০) ঠিক করে দুবার Ok করুন। তবে অবশ্যই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এবং মডেম পিসিতে যুক্ত থাকা অবস্থায়।
  • বারবর আগের পদ্ধতি অবলম্বনের জামেলা এড়াতে Network Connection -এ গিয়ে আপনার কানেকশনটির একটি Shortcut তৈরী করে ডেস্কটপে রেখে দিন এবং পরবতী সময়ে শর্টকাট ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হোন।
  • ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় Run > taskmgr > Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার খুলুন। সেখানের Application ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কানেকশনের Application - এ যান । Process ট্যাবে নেটওয়ার্ক কানেকশনের Application - এর প্রসেস দেখাবে। ওই Process এর ওপর Right Click করে ‍Set Priority থেকে Above Normal সিলেক্ট করে দিন।
  • ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় টাস্ক ম্যানেজার খুলুন। সেখানের Application ট্যাব থেকে আপনার ইন্টারনেট ব্রাউজার Application- এ ( যেমন : মজিলা ফায়ারফক্স ) গিয়ে ডান ক্লিক করে %০০ To Process- এ যান । Process ট্যাবে ইন্টারনেট ব্রাউজার Application টির প্রসেস দেখাবে। এসব ছাড়া অতিরিক্ত গতির আশায় Priority রিয়েল টাইমে দেবেন না । এতে আপনার কম্পিউটারে প্রসেসরের ওপর অতিরিক্ত চাপের সৃষ্ট হয় এবং কিছু সময় পর আপনার কম্পিউটার রিষ্টার্ট নিতে পারে।


Next Post Previous Post
1 Comments
  • hailylavia
    hailylavia March 4, 2022 at 9:47 PM

    Borgata Hotel Casino & Spa Launches New Atlantic City
    › borgata-hotel-casino-spa › 부산광역 출장샵 borgata-hotel-casino-spa Borgata Hotel Casino & Spa Launches New Atlantic City 과천 출장마사지 and other 동해 출장안마 cities on the Atlantic City Boardwalk next to The 공주 출장안마 Water Club, 계룡 출장마사지 and on

Add Comment
comment url