Use Free Internet By Gp Sim ( জিপি সিম দ্বারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন )

জিপি সিম দ্বারা কম্পিউটারে  একেবারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন সহজ উপায়ে কোন জামেলা ছাড়া। 100% কাজ করবে।
আসুন কীভাবে কাজটি করতে হবে জানা যাক-

আপনাকে যা করতে হবেঃ-


 প্রথমে  মডেম অথবা PC Suite কানেক্ট করার সময় Apn gpmms দিবেন। নিচের ছবিগুলো দেখে করতে পারেন।
  • প্রথমে আপনার মোবাইল ফোনটি Pc Suite দ্বারা কানেক্ট করে Pc suite Open করুন Open করলে নিচের ছবির মত দেখাবে।
  •   এবার এখান থেকে connect to the internet আইকনে ক্লিক করুন। ক্লিক করেলে নিচের ছবির মত আসবে।
  •  এখান থেকে Configure এ ক্লিক করুন। করলে নিচের ছবির মত আসবে।
  •  এবার এখান থেকে Configure the connection manually তে ক্লিক করুন। নিচের ছবির মত আসবে।
  • Access point: এ লিখুন gpmms লেখার পর টিকমার্ক এ ক্লিক করুন। নিচের ছবির মত আসবে।
  •  connect বাটনে ক্লিক করুন । এবার কানেক্ট হয়ে গেলে আপনার ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ার ফক্স টি Open করুন। ব্রাউজারের option>network>advance গিয়ে নিচের সেটিংস গুলো দিন।

    SSL PROXY – 10.128.1.2
    PORT – 8080
  • এবার ব্রাউজারের এড্রেস বারে যে কোন ssl proxy type করেন যেমনঃ-
    https://hideiproxy.com
    https://pxvpn.com
    https://europrox.org
    https://megaproxy.com/freesurf/

    এবার পেজ এ Url box আসবে আর Url box এ যে কোন এড্রেস টাইপ করে ফ্রি নেট ব্রাউজ করেন ।

    বি: দ্র: এখানে একটা সমস্যা আছে সেটি হচ্ছে Net কিছু খন পর পর Disconnect হয়ে যায়।
    এটারও সমাধান আছে সমাধানাটি হলো।
    Reconnect নামের একটি সফ্টওয়ার আছে তা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটি Open করে ‍Settings এ গিয়ে আপনার মডেমটি সিলেক্ট করে ok করবেন ব্যাস কাজ শেষ। 
        Download      
                                 
  • অবশ্যয় এই নেট দ্বারা ডাউনলোড করতে হলে IDM ব্যবহার করতে হবে।
    কারো সমস্যা হলে Comment করে জানাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url