Call Block ( কল ব্লক )

Call Block  না করে ও শিক্ষা দিন বিরক্তিকর কলারকেঃ-

অনেক সময় আমাদের মোবাইলে  বিরক্তিকর কল আসে । এ বিরক্তিকর কল বন্ধ করতে আমরা বেছে নেই Call Block সার্ভিস। সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নিদিষ্ট পরিমান টাকা কেটে নেয়। এমনটি আমরা বিভিন্ন প্রকার সফ্টওয়ার ও ব্যবহার করে থাকি। কিন্তু আমরা এই দুইটি পদ্ধতির কোনটাই ব্যবহার না করে বিরক্তিকর কলারকে শিক্ষা দিতে পারি।
অনেকে হয়তো এটি জানতে পারেন। যারা না জানেন তাদের জন্য এই লেখা।

 
যেভাবে কাজটি করতে হবেঃ- 
  • ১. জিপি, রবি,বাংলালিংক এবং এয়ারটেল গ্রাহকদের জন্যঃ- প্রথমে আপনি আপনার মোবাইল এর Call Divert অপশনে যান> Voice call > তারপর সেখান থেকে > Divert when busy/ If busy তে চাপুন> এবং Activate চাপুন > তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন। ব্যাস আপনার কাজ শেষ।
  • জিপি এর জন্য---- 1266
  • রবির জন্য----- 8121
  • বাংলালিংক এর জন্য -------- 770
  • এয়ারটেল এর জন্য ------- 789
  • ২. সিটিসেল ও টেলিটক গ্রাহকদের জন্যঃ-  সিটিসেল ও টেলিটক গ্রাহকরা তাদের Voice mail নম্বর ব্যবহার করে দেখতে পারেন।
এখন যে কলার ই আপনাকে Call করুক না কেন, আপনি শুধু Call টা কেটে দিন । এখন যে আপনাকে Call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে। অর্থাৎ তার মোবাইলে Call টা রিসিভ হয়ে গেসে। ভয় পাওয়ার কোন কারণ নেই, আপনার টাকা কাটবে না 
Cancel  করতে Divert when busy/ if busy তে গিয়ে Cancel চাপুন ব্যাস তাহলে হয়ে যাবে.....................
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url